বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
পাবনা থেকে তুহিন হোসেনঃ— ১১ বস্তা সরকারি টিসিবি পণ্য (চিনি, ডাল, ছোলা) সহ পাবনার ঈশ্বরদী উপজেলার শ্রী উৎপল কুমার সরকার (৪৫) ও খোকন শেখ (৩০) নামের দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ এপ্রিল (সোমবার) রাতে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক আসামী উৎপল ও খোকন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং সরকারী টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার।
ঈশ্বরদী থানার এসআই আতিকুল ইসলাম জানান, আসামীদ্বয় সরকারি টিসিবির পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি না করে অবৈধ ভাবে অধিক মুনাফা আয়ের উদ্দেশ্যে সরকারী নির্ধারিত স্থানে না রেখে আসামী খোকন শেখ এর নিজ বাড়িতে মজুত করেছেন।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআই আতিকুলের নেতৃত্বে অভিযানে যায় এসআই হালিম, এএসআই হামিদুর রহমান সহ পুলিশ সদস্যারা। অভিযানে ঘটনাস্থল থেকে হাত নাতে ডিলার উৎপল ও খোকন কে আটক ও তার বাড়ি থেকে ১১ বস্তা সরকারি টিসিবি পণ্য ৫ বস্তা চিনি ২ বস্তা মসুরের ডাউল(প্রতি বস্তা ৫০ কেজি), ৪ বস্তা ছোলা(প্রতি বস্তা ২৫ কেজি) উদ্ধার করে। এ ঘটনায় এসআই আতিকুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply