বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ থেকে এস এম আশরাফুল ইসলাম জয়ঃ— করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সরকারের দেয়া কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের হত দরিদ্রদের মাঝে সাহায্য চালিয়ে যাচ্ছে সরকারি-বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠান। এ অবস্থায় মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে তাদের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে “সিরাজগঞ্জ শপ” ।
আরও পড়ুনঃ বাইরে অহেতুক ঘোরাঘুরি করলে আটক করা হবেঃ ইউএনও
রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁরা যেহেতু ঘরে অবস্থান করছেন তারই উপহার স্বরূপ সিরাজগঞ্জ শপের পক্ষ থেকে মধ্যবিত্তদের বাসায় তাঁদের আত্ম সম্মান অক্ষুন্ন রেখে (ছবি তুলবে না বা নাম ঠিকানাও লিখে রাখবে না ) মর্মে প্রেরণ করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল, ডাল, আলু, তেল।
আরও পড়ুনঃ বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলী খাদ্য সামগ্রী বিতরণ করলেন দরিদ্রের মাঝে
সিরাজগঞ্জ শপে পরিচালক জুয়েল রানা বলেন, সিরাজগঞ্জের বেশীর ভাগ মানুষ মধ্যবিত্ত। দীর্ঘদিন ধরে অফিস ও কারখানা দোকান পাট বন্ধ রয়েছে। অনেকের ঘরে যা জমা ছিল তা ফুরিয়ে এসেছে। লোকলজ্জার কারণে তারা কারও কাছে চাইতেও পারছেন না। তাই তাদের কথা চিন্তা করে “সিরাজগঞ্জ শপ” এই সিদ্ধান্ত নিয়েছে। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাঁড়িয়েছে “সিরাজগঞ্জ শপ”। আজ ২৭টি মধ্যবিত্ত পরিবারের কাছে সিরাজগঞ্জ শপের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে গেছে। পর্যাক্রমে যাচাই বাছাই করে ২০০ পরিবারের মাঝে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিব।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply