বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
মধুপুর টাঙ্গাইল থেকে মোঃ আঃ হামিদঃ— টাঙ্গাইলের মধুপুরে কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এলাকায় নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে খেটে খাওয়া কর্মহীন, হতদরিদ্র অসহায় হোটেল শ্রমিক, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক হোটেল শ্রমিক সভাপতি নিখিল গোস্বামী।
তার নিজ উদ্যোগে এ কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন মধুপুর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেলে মধুপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় কর্মহীন এসব মানুষের জন্য চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ , লবন সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ বিষয়ে নিখিল গোস্বামী বলেন, আমি মধুপুর হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি যতদিন ছিলাম সততার সহিত কাজ করেছি। তিনি হোটেল শ্রমিক সংগঠন থেকে এই অসহায় শ্রমিক দের জন্য সহযোগিতা করার আহবান জানান। তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিরোধে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া আমাদের সচেতনতাই পারে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হতে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না ।এসময় উপস্থিত ছিলেন শ্রী জগাই চন্দ্র প্রসাদ, পৌর যুবলীগ নেতা রনি গোস্বামী প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply