মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ–– জামালপুর মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ায় করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ঘোষেরপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী।
আরও পড়ুনঃ কুরিয়ান জো হিম কিমের পক্ষ থেকে পোমরায় দুইশো পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ
শনিবার ১৮ এপ্রিল দুপুরে ইউনিয়নের কাহেতপাড়া ও পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
জানা যায় শ্রমিক নেতা মোঃ আইয়ুব আলীর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে ছিল ৫ কেজি ময়দা এবং ১ টি করে সাবান।
আরও পড়ুনঃ কাজিপুরের চালিতাডাঙ্গায় হাট-বাজারের নতুন স্থান নির্ধারন
বিতরণের সময় শ্রমিকনেতা মোঃ আইয়ুব আলী বলেন, করোনা নিয়ে আতস্কিত না হয়ে সবাই সচেতন হোন। বাড়ির বাইরে না গিয়ে সবাই নিজ নিজ ঘরেই থাকবেন। অযাথা কেউ বাহিরে ঘুরাফেরা করবেন না। আমি আপনাদের পাশে আছি সবসময় । আমার সাধ্যমত চেষ্ঠা করবো যতদিন করোনাভাইরাস শেষ না হবে আপনাদের মাঝে আমার খাদ্য সহায়তা চলমান থাকবে। তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে আমি আবার আমার এলাকার গরীব, অসহায়, খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply