মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসেনঃ— শনিবার (১৮ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রাখতে ঈশ্বরদীর দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ে হাট বসেছে দূরত্ব বজায় রাখছে না সাধারণ মানুষ । মানুষের অনীহার কারণে করোনাভাইরাসের বিস্তার রোধে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার হাট বাজার, মোড় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সামাজিক দূরত্বের নির্দেশনা নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে।
আরও পড়ুনঃ অসহায়দের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাপোলা
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার একটি কাঁচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার যে দিকনির্দেশনা দেয়া হয়েছে তা মেনে চলছেন না বাজারে আসা বিপুল সংখ্যক মানুষ। ওই এলাকার বেশিরভাগ মানুষ মাস্ক পরছেন, তবে কোভিড-১৯ সংক্রমণ রোধে বা এ ভাইরাসের কারণে অসুস্থ হয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখাকে নিরাপদ বলে মনে করা হলেও তা না রেখেই দোকানের সামনে ভিড় করছেন।
সেখানকার লোকজন ও দোকানদারদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে কথা বলেও ঠেকানো যায়নি তাদের উপচে পড়া ভিড়। যদিও সরকার নিয়মিতভাবে মানুষকে সতর্ক থাকার ও সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে আসছে। তারা সরকারের এ নির্দেশনা না মেনে তাদেরকে যেনতেনভাবে ঘোরাফেরা ও কেনাকাটা করতে দেখা গেছে। কাঁচাবাজারের দেয়ালগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সাধারণ মানুষকে মনে করিয়ে দেয়ার মতো কোনো দেয়ালিকা ও প্রচারণা দেখা যায়নি।
আরও পড়ুনঃ ঝুকিঁতে নিয়ে কাজ করছে সংবাদকর্মীরা: নেই কারও সুদৃষ্টি
ঈশ্বরদী উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহলের সাথে কথা বলে জানা গেছে তিনি বলেন, সাধারণ মানুষ প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে তাই তাদেরকে বাড়িতে রাখার কাজটি খুব কঠিন হয়ে যাচ্ছে এবং কোনো কারণ ছাড়াই তারা বাসা থেকে বের হচ্ছে।
তিনি আরও বলেন, ভাইরাসের সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে সাধারণ মানুষের বুঝা উচিত তাদেরকে বাড়িতে থাকার জন্যই সরকার সাধারণ ছুটি ও অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও আমরা সাধারণ মানুষকে বিষয়টি বোঝানোর জন্য অনেক চেষ্টা করছি, তবুও তারা নির্দেশনা যথাযথভাবে মানছে না।
আরও পড়ুনঃ ভ্যানে করে বিনামূল্যে মাছ ও সবজি বিতরণ করলো ইবি শিক্ষার্থী সাব্বির
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। সেই সাথে জনসমাগম সীমিত ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা নিশ্চিতে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করেছে। এখন যে যেখানেই আছে তাদের নিজেদের সচেতন হতে হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply