বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজার থেকে ১০ টাকা কেজি দরের ৪ হাজার ৯’শ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জ কাজীপুরে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর-আহত ৩
রবিবার দুপুরে গুঠাইল বাজারে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধার শেষে চাউলগুলো ইসলামপুর থানায় রাখা হয়েছে।
আরও পড়ুনঃ জযপুরহাটে জেলা ছাত্রলীগের ফ্রি সবজি বাজার
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গোপণ সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার আবুল কাসেম চাউল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদামে সরকারি চাল মজুদ আছে বলে জানা যায় । এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। কয়েক দিন আগে অবৈধভাবে তারা এ চাল কিনে নিজস্ব গুদামে মজুদ রেখেছিলেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার(ইসলামপুর সার্কেল) সুমন মিয়া, ওসি আব্দুল্লাহ আল মামুন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply