বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— লোহাগাড়ায় করোনা ভাইরাস আতঙ্কে লকডাউন না মেনে চালের দাম বৃদ্ধি ও চালের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে উপজেলার আধুনগর বাজারে ৩ চাউলের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে জীবনের ঝুঁকি নিয়ে জনসেবায় মাঠে-ময়দানে হাফিজ আল মাহমুদ
১৯ এপ্রিল রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলু্ফা ইয়াসমিন চৌধুরী। বেশি দামে চাউল বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মতে বোরহান উদ্দিন সওদাগরের চাউলের দোকানে ৫ হাজার টাকা, সোলতান আহামদ সওদাগরের চাউলের দোকানে ৫ হাজার টাকা, আমিন উদ্দিন সওদাগরের চাউলের দোকানে ১ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। অভিযানে সাথে ছিলেন, লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার ও লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।
আরও পড়ুনঃ অবশেষে পটুয়াখালী জেলাকে অবরুদ্ধ ঘোষনা করলো প্রশাসন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, উপজেলার আধুনগর বাজারে করোনা ভাইরাস আতঙ্কে লকডাউন না মেনে চালের দাম বৃদ্ধি ও চালের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৩ চাউলের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাকী চাউলের দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়। তিনি আরো জানান, করোনা ভাইরাস পরিস্হিতিতে অতিরিক্ত লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। চলমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply