বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ— বর্তমান বিশ্ব থেমে গেছে করনা ভাইরাসের সংক্রমণে, সারা দেশে এই সময়ে চলছে লকডাউন বা সামাজিক অবরুদ্ধকরণ, সেই সাথে সামাজিক দুরত্ব বজার রাখা হচ্ছে যাতে এই মহামারি বাংলাদেশে ছড়াতে না পারে, এতে কর্মীহীন হয়ে পড়ছে হাজার হাজার মানুষ, তাদের দেখা দিয়েছে খাদ্য সংকট, ঝালকাঠির কৃষ্ণকাঠিতে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য ৫টাকার কেনা কাটা নামে একটি ব্যাতিক্রমি খাদ্য বিতরণ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি মূল বিষয় হল যারা ত্রাণের জন্য কোথাও হাত পাততে পারে না কিংবা ত্রাণ নিলে সামাজিক সম্মানহানির হয় তাদের জন্য বিশেষ কেনাকাটা একটি টোকেন মাত্র ৫ টাকা দিয়ে কিনবেন মধ্যবিত্ত ব্যাক্তি এবং সংগঠনের নির্দিষ্ট করা দোকানে সেই টোকেন জমা দিয়ে মধ্যভিত্ত ক্রেতা পাচ্ছে সর্বোচ্চ ১০ কেজি ও সর্বনিম্ন ৫ কেজি করে চাল, সর্বোচ্চ ৪ কেজি ও সর্বনিম্ন ২কেজি আলু। ১ কেজি ডাল, ১ লিঃ তেল, ১ কেজি পিয়াজ, ১টি সাবান, ১টি মাক্স ও আধাকেজি লবন।
সংগঠনের সভাপতি রিয়াজ খান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের কাজ কর্ম বন্ধ থাকার কারনে অনেক মধ্যভিত্ত পরিবার খাদ্য সংকটে পরে যারা সামাজিক অবস্থানের কারনে কারো কাছে হাত পাততে পারেন না এবং আত্মসম্মানবোধ এর কারনো ত্রাণ দিলে তা লাইনে দাঁড়িয়ে নিতেও পারছেন না, তাদের ঘরে খাদ্য পৌছে দেয়ার জন্য আমাদের এই ব্যাতিক্রম ধর্মী খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি, তিনি আরো জানান যে, উক্ত সংগঠনের সদস্যবৃন্দের উদ্দ্যোগে আমরা কাজ শুরু করে প্রথমে ২০টি পরিবার তারপর উপদেস্টা মন্ডলির সদস্য সাবেক উপজেলা পরিষধ চেয়ারম্যান সুলতান হোসেন খান ও বিশিষ্ট কবি সাধাবাবা খ্যাত আমিনুল ইসলাম লিটন তালুকদার সহ আরো অনেক শুভাকাঙ্ক্ষী ও মানবিক ভাইদের সহযোগিতায় এখন পর্জন্ত ১৬৮পরিবারের মধ্যে ১১১৩ কেজি চাল, ৩৪০ কেজি আলু, ১৬৮ কেজি ডাল, ৫০ লিঃ তেল, ৬৮ কেজি লবন, ৬৮ কেজি পিঁয়াজ, ১৬৮টি সাবান ও ৪৫০টি মাক্স বিনামূল্য বিতরণ করেছেন। যারা সহায়তা করে যাচ্ছে এই কর্মসূচি এগিয়ে নিতে তাদের প্রতি সশ্রদ্ব কৃতজ্ঞতা প্রকাশ করে রিয়াজ খান বলেন তারা সহায়তা না করলে এই কর্মসূচি কোন ভাবেই এগিয়ে নিতে পারতাম না।
আমার সংগঠনে এর সদস্য সুমন সমাদ্দার, হিরা, জামাল হোসেন, নান্নু হাং, নুরইসলাম, সোহেল রান, সিরাজ, আল আমিনসহ সকল দের প্রচেস্টায় এর পূর্বে আমরা বিনামূল্যে মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং শহরে বিভিন্ন মসজিদের ওযু খানার প্রতি ট্যাবে সাবান বেধে দিয়েছি এবং অনেক মসজিদে সচেতনার জন্য আলোচনা করেছি। মানুষ মানুষের জন্য জীবন জিবনের জন্য। সবাইকে বাসায় থাকার অনুরোধ জানান এই সংগঠন এর পক্ষ থেকে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply