বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশের ন্যায় জামালপুরে সরিষাবাড়ি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি।
গতকাল সোমবার গরীব রাতে উপজেলার দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতা, মালি, ঢুলি, মুছি সহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীণ হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। তবে লোক সমাগম নয়, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি। সোমবার গভীর রাতে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুচিপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতা মালি, মুচি ও ঢুলিসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, এই দূর্যোগের সময় আমার নির্বাচনী এলাকার অনেক খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের পাসে আমি সর্বত্রই আছি। যতদিন এই মহামারি করোনাভাইরাস থাকবে আমার নিজস্ব অর্থায়নে এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে আমার গরীব দুঃখী, অসহায় মানুষের মাঝে বিতরণ করবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান এবং ৫ নং ইউপি চেয়ারম্যান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply