বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
জয়পুরহাট থেকে সুলতান মাহমুদঃ— জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্মশান ঘাট এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হোসেন আরিফ (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত যুবক জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আজিজ মন্ডল আজিতের ছেলে ।
আরও পড়ুনঃ সিংড়ায় কৃষকের জমির ধান কাটলেন জেলা প্রশাসক
র্যাবের দাবি, নিহত আরিফ এর নামে পাঁচবিবি ও জয়পুরহাট সদর থানায় মাদক, অস্ত্র, পুলিশ এ্যাসল্টসহ প্রায় ১৭/১৮ টি মামলা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় বিশেষ মাদক উদ্ধার অভিযানে এ ঘটনা ঘটে। এ সময় ২ র্যাব সদস্য আহত হন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল রাত ৩টায় জয়পুরহাট জেলার সদর থানাধীন উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় একটি বিশেষ মাদক উদ্ধার অভিযানে বের হয়।
আরও পড়ুনঃ করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে টিএম হেলথ কেয়ার
এ সময় র্যাবের উপস্থিতি টের পাওয়া মাত্রই অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র্যাব সদস্যগণ পাল্টা গুলি চালায়। পরে আহত দুইজন র্যাব সদস্যসহ গুলিবিদ্ধ অবস্থায় একরামুল হোসেন আরিফকে আধুনিক জেলা হাসপাতাল জয়পুরহাট এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল-০১ টি, ওয়ান শুটারগান-০১ টি, তাঁজা গুলি-০৬ রাউন্ড, ম্যাগজিন-০১ টি, ৫৫০ বোতল ফেন্সিডিল, ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply