মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
মাগুরা থেকে রক্সী খানঃ— মাগুরায় মোটরসাইকেল ও মাটি টানা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (৩০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বারাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন ওই ইউনিয়নের সিরিজদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। নিহত মিলন হোসেনের আলোকদিয়া বাজারে স্বর্ণালী বস্ত্রলয় নামে একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জানা যায় ট্রাকটি ইট ভাটার মাটি নিয়ে বাগবাড়িয়ার দিকে যাচ্ছিল।
আরও পড়ুনঃ করোনা মোকাবেলায় এগিয়ে এলো সীকম গ্রুপ
মাগুরা সদর থানার এসআই হাবিব জানান, নিহত মিলন হোসেন তার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মাগুরা শহর হতে কাপড় কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বারাশিয়া এলাকায় একটি ইজিবাইক কে ওভারটেক করতে গিয়ে অপর প্রান্ত থেকে আসা মাটি টানা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা মিলন হোসেনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply