বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
পুঠিয়া থেকে আরিফুল হক রুবেলঃ— বৈশ্বিক মহামারী প্রানঘাতী নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে করোনা সংক্রমণ রোধে সেবা দিচ্ছেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রুমানা আফরোজ।
আরও পড়ুনঃ কাজিপুরে মানুষকে ঘরমুখী করতে থানা পুলিশের প্রচারণা অব্যাহত
তিনি করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধে পুঠিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের হাটবাজার ও গ্রামে গ্রামে, জনসচেতনতা তৈরী, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাইকিং, দুরত্ব বজায় রেখে বিভিন্ন স্থানে দাড়িয়ে জনগনকে ঘরে রাখতে চালিয়ে যাচ্ছেন তার কার্যক্রম। আক্রান্ত ব্যাক্তির তথ্য সংগ্রহ এবং বহিরাগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ করছেন লক ডাউন ও সরকারি নির্দেশনায় দ্রব্যমুল্য বৃদ্ধিরোধে নিয়মিত হাটবাজার মনিটরিং, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করছেন তিনি।
আরও পড়ুনঃ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন পুঠিয়া ইউএনও
সহকারী কমিশনার (ভুমি) রুমানা আফরোজ দেশের এই ক্রান্তিলগ্নে উপজেলাবাসীকে সর্বোচ্চ সামাজিক নিরাপত্তা প্রদান, অসহায় মানুযের মাঝে ত্রান সামগ্রী বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসি’র সাথে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার কার্যক্রম ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে সুনামের সহিত প্রশংসিত হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply