বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
রাঙ্গুনিয়া থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ব্যক্তিগত পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ের পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় ৯০জন গ্রাম পুলিশকে খাদ্য সামগ্রী দিলেন ইউএনও
আজ সোমবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভা প্রাঙ্গণে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তথ্যমন্ত্রীর ছোটভাই খালেদ মাহমুদ।
এ সময়ে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌরসভার কাউন্সিলর সেলিম, নুরুল আবছার, শিক্ষক রঞ্জন বড়ুয়া প্রমুখ।
আরও পড়ুনঃ রাজাপুরে প্রবাসীর অর্থায়নে দুই শতাধিক পরিবার পেল ইফতার সামগ্রী
এ সময়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেয়াঁজ ও চিনিসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে। করোনার কারণে সৃষ্ট সঙ্কটে রাঙ্গুনিয়ার মানুষের জন্য তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী বিতরণ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply