বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পূণর্ভবা নদীতে জেলেদের পাতানো অবৈধ সুতি জাল অপসারনের লক্ষ্যে দু’দিন ধরে অভিযান পরিচালনা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
সেই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০টার সময় পূণর্ভবা নদীর পোরশা যুগিডাঙ্গা নামক স্থানে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। এসময় অভিযানে সহযোগীতা করেন বিজিবি এবং পোরশা থানার পুলিশ সদস্যগণ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, নদীতে সুতি দেওয়ার কারণে এই এলাকা/যুগিডাঙা বেরিবাধ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। পানির প্রবাহের গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজনের ধান পরিবহনে নৌকাতে সমস্যা হচ্ছে। বিজিবি টহল কার্যক্রম বাধাগ্রস্ত এবং এর সাথে সাথে জনসাধারণের নদীপথে যাতায়াত ব্যবস্থা ব্যহত হচ্ছে। এছাড়াও নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন এর সাথে সাথে পুণর্ভবা নদীতে প্রাকৃতিক ভাবে মাছের উৎপাদন কমে যাচ্ছে। সুতি জালের মাধ্যমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ হওয়া সত্বেও কিছু স্থানীয় লোক অধিক লাভের আশায় এই রকম জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে। সে কারণে আমরা এই অবৈধ সুতি জাল অপসারণে মাঠে নেমেছি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply