মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ জামালপুর দেওয়ানগঞ্জে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রী সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। মৃত ছাত্রীর নাম রেনুকা, সে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর গ্রামের সাজুর মেয়ে। সে দেওয়ানগঞ্জ একেএম মেমোরিয়াল কলেজের ছাত্রী।
দেওয়ানগঞ্জ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার সময় পাটক্ষেতের আইলে সাপে কামড় দেয়। আশেপাশের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে তাকে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মৃত্যুবরণ করেছে বলে দাবি করেছেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেহজাবিন রশিদ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply