বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ ঝালকাঠির মহাসড়কে চাঁদাবাজী বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সকাল ১১টার দিকে ঝালকাঠির জেলার আওতাধীন ঝালকাঠি -খুলনা -বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। পরে পুলিশ সুপার গাবখান সেতুর টোলপ্লাজায় গাড়ি থামিয়ে অতিরিক্ত টোল আদায় কিংবা চাঁদাবাজীর বিষয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় টোল আদায়কারীদের নির্ধারিত টোল ছাড়া বাড়তি আদায়ের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়।
ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ঝালকাঠি জেলায় কোথাও চাঁদাবাজি করতে দেয়া হবে না। কেউ চাঁদা চাইলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply