মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ জামালপুরের ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে নোয়াখালী পট্টিতে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
সোমবার (১৫ জুন) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল গনি জানান, খবর পেয়ে ইসলামপুরের দুটি ও দেওয়ানগঞ্জের একটি এবং জামালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এতে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলা ধর্মকুড়া বাজারে নোয়াখালী পট্টির এরশাদের রুটির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা লেলিহান ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৮টি দোকান পুড়ে যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply