মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহমেদঃ “জেনে, বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে দিনব্যাপী বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে করোনা স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে এ সেমিনার করা হয়।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান এর সভাপতিত্বে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান অফিস বরিশাল’র সহকারি পরিচালক একেএম সাহাবুদ্দিন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply