মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
বাঁশখালী (চট্রগ্রাম) থেকে আবদুল জববারঃ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাগীশিক কালীপুর ইউনিয়ন সংসদের উদ্যোগে ও বাঁশখালী উপজেলা সংসদের পরিচালনায় অদ্য শুক্রবার (১৯ জুন) বেলা ৩ ঘটিকায় ঐতিহাসিক কালীপুর শ্রী শ্রী নিমকালী মন্দির এবং ৪ ঘটিকায় কোকদন্ডী সার্বজনীন দূর্গাবাড়ী প্রাঙ্গণে পালেগ্রাম দশভুজা গীতা বিদ্যাপীঠ, কালীপুর পল্লী রুদ্রপাড়া, পাল পাড়া, ব্রাহ্মণ পাড়া, বিশ্বাসপাড়া, জঙ্গল গুনাগরী বনিকপাড়া, কোকদন্ডী বনিকপাড়া, দক্ষিণ পাড়া, তালুকদার পাড়া, সরকার পাড়া, চৌধুরী পাড়া, মাইজ পাড়া ও উত্তর পাড়ার অসহায় ১২৫ টি পরিবারে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কালীপুর নিমকালী বাড়ি প্রাঙ্গণে বিতরনে উপস্থিত ছিলেন- শ্রী শ্রী নিমকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী অসিত সেন, অর্থ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক বুলবুল সেন, কাজল পাল, স্বপন বিশ্বাস ও টিস্যু গুহ। অসিত সেন মহোদয় বাগীশিকের মানব সেবার এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উভয় স্থানে আরো উপস্থিত ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদ সভাপতি শ্রী শংকর প্রসাদ দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন গুপ্ত, কালীপুর ইউনিয়ন সংসদ সাধারণ সম্পাদক শ্রী যীশুকৃষ্ণ পাল, অভিজিত চৌধুরী, মাস্টার তপন ধর, চাম্বল ইউনিয়ন সভাপতি সৌরভ দেবনাথ, সুশেন সরকার, সুমন তালুকদার, হীরক দাশ, সঞ্জীব দাশ ও অনিক রুদ্র।
আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় অভিষেক দাশ, অজয় চক্রবর্তী, দিপ্তীমান দাশ(রুবেল), ইসমাঈল নাজু, সুমন চৌধুরী, রঞ্জন মহাজন, ডাঃ সুরজিত দত্ত, শোভা রানী ধর, কিরন দেব, সুভাষ গুহ, মাস্টার তপন ধর, পীযুষ দত্ত, শ্যামল বৈদ্য, সুরঞ্জিত রুদ্র, অমল রুদ্র, সুমন দাশ ও সজল দাশ মহোদয়ের প্রতি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply