মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
মাগুরা থেকে রক্সী খানঃ বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। আটকৃত প্রতারক সমরেশ বিশ্বাস (২৫) ফরিদপুর, মধুখালি উপজেলার ডুমাইন গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এ প্রতারণার চক্রের সাথে জড়িত বলে জানা গেছে।
আরও পড়ুনঃ রাজাপুরে মেয়েকে অশ্লীল কটুক্তির প্রতিবাদ করায় মা ও খালাকে কুপিয়ে যখম
মাগুরা সদর থানার এসআই মাসুম হোসেন বলেন, সম্প্রতি বিকাশের এই প্রতারক চক্রটি মাগুরা আবালপুর এলাকার এক গৃহবধূর বিকাশ এ্যকাউন্ট হতে বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয়ে তার সাথে কথা বলে কৌশলে পিন নাম্বার জেনে নিয়ে প্রতারণার মাধ্যমে দুই দফায় মোট চুয়ান্ন (৫৪,০০০) হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় উক্ত গৃহবধূ অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্ত সাপেক্ষে অভিযান পরিচালনা করে আজ এই প্রতারনা চক্রের অন্যতম সদস্য মধুখালি উপজেলার ডুমাইন এলাকার অমরেশ বিশ্বাস নামে এক সদস্যকে প্রতারণার কাজে ব্যবহারিত মোবাইল ফোন, নগদ দশ হাজার টাকাসহ আটক করা হয়। তিনি বলেন তার অন্য সহোযোগীদের আটকের চেষ্টা চলছে ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply