মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরে সহকর্মীর হাতে পোশাক কর্মী শাহীন (২৭) খুন হয়েছে। নিহত শাহীন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার সাতানা নওগাঁ গ্রামের মমতাজ মিয়ার ছেলে। তিনি গাজীপুরের কামারজুরি এলাকায় বিসমিল্লাহ সোয়েটার কারখানায় কাজ করতেন।
বৃহষ্পতিবার বিকেলে কামারজুরি বালুর মাঠে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) গাছা থানার এসআই সজিব দেবনাথ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ গাজীপুরে নদী থেকে যুবতীর লাশ উদ্ধার
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব দেবনাথ জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শাহীন ও তার সহকর্মী ওয়াজিদ মিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরি এলাকায় বিসমিল্লাহ সোয়েটার কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কারখানার বাইরে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি মিটিয়ে দেন। এঘটনার পর দুপুর আড়াইটার দিকে স্থানীয় কামারজুরি বালুর মাঠ এলাকায় ফের দু’জনে ঝগড়া ও মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওয়াজিদ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে শাহীনের বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী শাহীনকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকারী ওয়াজিদকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply