বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ মঙ্গলবার (৩০জুন -২০২০ইং) বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালকের নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক কর্তৃক ঢাকা মহানগরীর বাদামতলী ফলের আড়ৎ ও বাবুবাজারে চাউলের আড়ৎসহ নিউমার্কেট ও পলাশী বাজার তদারকি করা হয়।
অভিজান পরিচালনার সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট পাইকারি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য মাইকিং করে সচেতন করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা এ প্রসঙ্গে বলেন ফল ও চাউল ব্যবসায়ীদের ক্যাশ মেমো সংরক্ষণ করতে ও পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে এবং যৌক্তিক মূল্যে ফল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করার জন্য আহবান জানান।
এছাড়াও জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকাসহ সারাদেশে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করছেন এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে এমনটা তিনি জানিয়েছেন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply