মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের সুস্থতার কামনায় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের মন্দির পাড়ায় কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দিরে এই প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধরন সম্পাদক আব্দুল ওয়াফু তপু সহ স্বেচ্ছোসেবকলীগ নেতা খায়রুল, আমজাদ, রহিম, মাসুম, আশিস, পান্না, পলাশ, সুজন, আউয়াল, রুমন, মিঠুন, জুয়েল, মাহমুদুল, আওয়ালসহ আরো অনেকে।
প্রার্থনা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতির সুস্থতা কামনা ও যারা এই করোনায় আক্রান্ত হয়েছে তাদের সুস্থতা কামনা সহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্নার শান্তি কামনা করা হয়। প্রার্থনা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply