মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ ঝালকাঠিতে মৃত্যু ব্যক্তির দাফনের ব্যবস্থা করলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। ৪ জুলাই রাত ১১:২০মি. দিকে ঝালকাঠির পূর্বচাদকাঠি নিবাসী আঃ মালেক বার্ধক্যজনিত করে মারা যান। তিনি মৃত্যুর সময় স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। তার মধ্যে একটি কন্যা সন্তান প্রতিবন্ধী রয়েছে ও তার ৩ ছেলে নিজ নিজ পরিবার নিয়ে আলাদা বসবাস করে। ছেলেরা কাছে না থাকায় আঃ মালেকের মরদেহ দাফন কাফনের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য এগিয়ে আসেন মানব দরদী ২নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।
রবিবার বাদ জোহর জানাযার নামাজ শেষে ঝালকাঠি পৌরসভার পুরাতন কবর স্থানে দাফন করা হয়।
হাফিজ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, ”আমি মালেক ভাই’র মৃত্যুর খবর শুনে তার বাসায় চলে যাই এবং মহামারী করোনায় লাশ দাফনের জন্য প্রযোজনীয় ব্যবস্থা করি। আমার ওয়ার্ডে কোন লোক মারা গেলে মৃত্যু ব্যক্তির জন্য কি কি সহযোগতিা করা যায় সে ব্যাপারে আমার নিজ উদ্যোগে ব্যবস্থা গ্রহন করে থাকি। ভবিষ্যতে আমি এ দায়িত্ব পালন করে যাব।”
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply