মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আবুবকর সিদ্দিকঃ স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপি’র পিতা মানিকগঞ্জের গৌরব বিশিষ্ট শিল্পপতি ঢাকা সিটির সাবেক মেয়র মরহুম কর্নেল এম এ মালেক সাহেবের ২০-তম মৃত্যুবার্ষিকী স্মরণে, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার নির্দেশে সাটুরিয়া উপজেলা সবুজ পরিবেশ আন্দোলনের উদ্যোগে দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান, বাবুল হোসেন, দিঘুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মাষ্টার, সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সবুজ পরিবেশ আন্দোলনের সাটুরিয়া উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম সেলিম ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাটুরিয়া উপজেলা সবুজ পরিবেশ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন আহম্মেদ, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক কাউছার হোসেন সহ স্হানীয় এলাকাবাসী সে সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মরহুম কর্নেল এম.এ মালেক সাহেবের স্মৃতিচারণ করে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তার স্মরনে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন জাতের ফলজ বনজ গাছের চারা রোপন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply