মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
জবি থেকে মোঃ তৌফিকুর রহমানঃ ১৭ জুলাই, শুক্রুবার আহসান জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সংগঠনের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির হুমু ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায়।
অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিপক্ষে সৎ ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছিল প্রতিষ্ঠালগ্ন থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের অধিকার আদায়ে নোবিপ্রবিসাস বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে, বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
নোবিপ্রবিসাস এর আফিস উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাঙচুর করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জবিসাস। একই ভবনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও ছাত্র পরামর্শ নিদের্শনার বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অফিস রয়েছে এজন্য এমন গুরুত্বপূর্ণ দপ্তরের সাথে একই ভবনে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দূর্বলতার বহিঃপ্রকাশ অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌন সম্মতিতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
নোবিপ্রবি প্রশাসন দ্রত এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জনিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরবর্তীতে অন্য কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে সাংবাদিক সংগঠন বা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাঙচুর বা অফিস উচ্ছেদের মত ঘটনা ঘটলে দেশের সকল ক্যাম্পাস সাংবাদিক সংগঠন, জাতীয় সাংবাদিক সংগঠন, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply