বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। র্যাব-৭, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঔষধ প্রশাসনের সহযোগিতায় সকাল ১১ টা থেকে শুরু হওয়া এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান।
আরও পড়ুনঃ ঈদযাত্রায় অভিযোগ পেলেই ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী
আরও পড়ুনঃ কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নিরবচ্ছিন্ন লবণ সরবরাহের উদ্যোগ
এসময় গোলাম রসুল মার্কেটের নিচ তলায় ১০টি স্টোরে অভিযান চালানো হয়। ৯ টি স্টোরেই অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, নকল মাস্ক ও নকল পিপিই পাওয়া যায়। নকল/অনুমোদনহীন মাস্ক, পিপিই ও নকল হ্যান্ডসানিটাজার এর বিষয়টি ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইমরান পরীক্ষা করে সত্যতা পান। তবে ১ টি স্টোরে কোনো অনিয়ম পায়নি মোবাইল কোর্ট।
বর্ণিত অপরাধ আমলে নিয়ে ফোরকান স্টোরকে ৫ হাজার টাকা, নুরানী স্টোরকে ৫ হাজার টাকা, আকবর স্টোরকে ৫ হাজার টাকা, কারতুয়া স্টোরকে ৫ হাজার টাকা, আলিফ স্টোরকে ১০ হাজার টাকা, এন স্টোরকে ৫ হাজার টাকা, আল্লাহর দান স্টোরকে ১০ হাজার টাকা, আরমান স্টোরকে ১০ হাজার টাকা এবং জসিম স্টোরকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আরও পড়ুনঃ খুলনায় ইউভি-সি জীবাণুমুক্তকরণ বক্সের উদ্বোধন
উল্লিখিত স্টোরসমূহ হতে বিপুল পরিমানে নকল মাস্ক, পিপিই জব্দ করা হয়। এছাড়াও মার্কেট কমিটির সদস্যদেরকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
সূত্রঃ পিআইডি
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply