বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এ উপপাদ্যকে সামনে রেখে আজ দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু হয়েছে। জাতীয় অনুষ্ঠানমালার সাথে সঙ্গতি রেখে চট্টগ্রাম জেলা মৎস্য বিভাগ এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছেঃ
১ম দিনে (২১ জুলাই) মৎস্য চাষে উদ্বুদ্ধ ও জনসচেতনতা সৃষ্টি করতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে মাইকিং, ব্যানার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারণা
২য় দিনে (২২ জুলাই) চট্ট্রগ্রামের পাহাড়তলীতে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন।
৩য় দিনে (২৩ জুলাই) জেলা প্রশাসনের সহযোগিতায় ফয়েজ লেকে মৎস্য পোনা অবমুক্ত করা হবে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাটবাজারে মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান পরিচালনা করা হবে। একই দিনে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সপ্তাহের ৪র্থ দিনে (২৪ জুলাই) মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, চাষিদের পুকুরের মাটি, পানি ইত্যাদি পরীক্ষা করা হবে। এ ডেমোনেস্ট্রেশন ফতোয়াবাদের বড়দিঘী হ্যাচারিতে অনুষ্ঠিত হবে।
এছাড়া অনুষ্ঠানের ৫ম দিনে (২৫ জুলাই) চট্টগ্রামের ফিসারিঘাটে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।
৬ষ্ঠ দিনে (২৬ জুলাই) বায়োজিদ বোস্তামি এলাকায় চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। একই সাথে ওই দিন মহানগরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সপ্তাহের ৭ম ও শেষ দিনে (২৭ জুলাই) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী এসব তথ্য জানিয়েছেন।
সূত্রঃ পিআইডি
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply