মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে মোঃ তৌফিকুর রহমানঃ বৈশ্বিক মহামারী করোনা প্রাদূর্ভাব ঠেকাতে লকডাউন চলছে দেশে দেশে। আমাদের দেশও বাদ যায়-নি এ ভাইরাসের তান্ডব থেকে। ভাইরাসের সংক্রমণ কমাতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বেড়েছে উচ্চশিক্ষায় সেশনজটের আশংকা।
আরও পড়ুনঃ বীরগঞ্জে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে শিক্ষক মতিউল ইসলাম
তাই, সেশন জট রুখতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাসের আহ্বান জানানো হয়।
এই নির্দেশের সাথে সাথে সকল বিভাগ ও ইনিস্টিটিউট গুলো ১ সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করে দেয়। প্রথমাবস্থায় অধিকাংশ শিক্ষার্থী অনাগ্রহ প্রকাশ করলেও এখন অনলাইন ক্লাসে আগ্রহ বাড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। জানা যায়, অনলাইনে ক্লাস অভ্যস্ত না থাকায় আর মেস ভাড়া ইন্টারনেট বিল সহ বিভিন্ন সমস্যার কারণে প্রাথমিক দিকে একটু বিপাকে পড়ে শিক্ষার্থীরা। কিন্তু কয়েকটা ক্লাস করেই শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে গেছে। আর সে কারণেই দিনদিন অনলাইন ক্লাস জনপ্রিয় হয়ে উঠছে শিক্ষার্থীদের মাঝে। আর তার সুফলতায় উপস্থিতির হার প্রায়ই ৭০ থেকে ৮০ শতাংশ থাকে। যা স্বাভাবিক ক্লাসের তুলনায় বেশি।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় এনজিও রিকের অচ্ছল মেধাবী প্রতিবন্ধী দুই শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
অনলাইন ক্লাস জনপ্রিয় হওয়ার কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, ‘স্বাভাবিক ক্লাস করতে বিশ্ববিদ্যালয় যেতে হয়। এজন্য অনেক সময় ব্যয় হয়। আবার তার জন্য প্রস্তুতি নিতে হয়। কিন্তু অনলাইন ক্লাসে যাতায়াতের কোন সমস্যা নেই এবং প্রস্তুতির সময় লাগেনা। নিজের ঘরে বসেই ক্লাস করতে পারছি।
ফিনান্স বিভাগের শিক্ষার্থীদের থেকে জানা যায়, তাদের অনলাইনে ক্লাস অনেক সুবিধাজনক হয়েছে। এমন কি তাদের সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের থেকেও উদ্দীপনা মূলক সাহায্য আসছে।
আরও পড়ুনঃ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ উদ্বোধন আগামী ২৭ জুলাই
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান আসমা বিনতে ইকবাল বলেন, ‘প্রাথমিক অবস্থায় অনলাইন ক্লাসে একটু সমস্যা হলেও শিক্ষার্থীরা তা কাটিয়ে উঠেছে। বর্তমানে ক্লাসে উপস্থিতির হার অন্যান্য সময়ের তুলনায় অনেক ভাল। শিক্ষার্থীদের এমন একটা প্লাটফর্ম তৈরি করে দেয়ায় শিক্ষামন্ত্রী, জবি উপাচার্য ও সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি’।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূরে আলম আবদুল্লাহ, দ্রুত অনলাইন ক্লাসে নিজেদেরকে মানিয়ে নেওয়ায় সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply