মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে ২১ জুলাই থেকে শুরু করে ২৭ জুলাই পর্যন্ত চলবে জাতীয় সপ্তাহ।
জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উপলক্ষে ফয়েজ লেকে মাছের পোনা অবমুক্ত করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। রুই ও কাতলা মাছের প্রায় ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
এসময় জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানাসহ জেলা মৎস অফিসের কর্মকর্তাবৃন্দ এবং মৎস্য জরিপ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ এখন মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ। বিগত ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর আজ জেলেরা সমুদ্রে যাচ্ছে। মা মাছকে রক্ষা করতেই এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মাছের মধ্যে বিষাক্ত পদার্থ মিশ্রণ রোধে জেলে, মাছ বিক্রেতা এবং ক্রেতাদের সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক।
মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে আগামীকাল ( শুক্রবার) বড়দীঘি হ্যাচারি, ফতোয়াবাদে চট্টগ্রাম মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply