বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) আনোয়ার হোসেন স্বপনঃ শিবপুরের ঐতিহ্যবাহী চিনাদী বিল ৫শত একরের এই বিলে সারা বছর পানি থাকে। এই বিলের মাছ আনেক স্বাদ এবং পানিও থাকে অনেক সচ্ছ। এখানে প্রতি দিনই নরসিংদী জেলাসহ বিভিন্ন জেলার পর্যটকরা বেড়াতে আসেন।
চিনাদী বিলের রাস্তার চারপাশ দিয়ে পর্যটনদের আকষর্ণীয় এবং দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে দুই হাজার কৃষ্ণচূড়া, রাধাচুড়া ও জারুল ফুলের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেছে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
আরও পড়ুনঃ শিবপুর শীতাতপ নিয়ন্ত্রিত আইসোলেশন ওয়ার্ডের শুভ উদ্বোধন করেন- শিল্পমন্ত্রী
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, শিবপুরে স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply