বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে মাসুদ রানাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মৎস্য নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলো আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবক। শনিবার (২৫ জুলাই) বিকেলে নদী থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে মৎস নদীতে নিখোঁজ জন আমিনুল।
আমিনুল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি বাউলাপাড়া গ্রামের নজির হোসেনের ছেলে।
আরও পড়ুনঃ বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, দুপুরে আমিনুলসহ তিনজন মৎস নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা মৎস নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। এ সময় সঙ্গীয় দুইজন তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় আমিনুল।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহায়তায় বিকেল ৩ টার দিকে নদী থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে ও পলাশবাড়ী থানা পুলিশ এস আই সঞ্জয় কুমার সাহা নিহতের বাড়ীতে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ তুলে দেয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply