বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
সাটুরিয়া থেকে আবুবকর সিদ্দিকঃ মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নে বুধবার বিকেলে বন্যা কবলিত ভানবাসী এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা, মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন রাজ । উপজেলার সাটুরিয়া ইউনিয়নের মালশী, গওলা, কলাশুর ব্রামনবাড়ী সহ কয়েকটি এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে বন্যার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আরও পড়ুনঃ বন্যায় এ পর্যন্ত প্রায় ১২ হাজার ৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
সে সময় উপস্হিত ছিলেন সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অলক রায়, এ্যাড. আল মামুন, জেলা সবুজ পরিবেশ আন্দোলনের নেতা মোঃ মফিজুল ইসলাম পিন্টু, সাটুরিয়া উপজেলা শাখার সবুজ পরিবেশ আন্দোলনের আহবায়ক হাবিব, ইউপি সদস্য রুবেল সহ স্হানীয় এলাকাবাসী।
আসন্ন সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা, মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক হোসেন রাজ জানান দেশের বিভিন্ন এলাকায় মত সাটুরিয়া ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করায় কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে কয়েক শত পরিবার যার ফলে সাধারণ জনগণের কষ্টের শেষ নেই। পানি বন্দি এলাকায় খাবারের পানি সহ বিভিন্ন সংকট পহাতে হচ্ছে । বন্যা কবলিত পানিবন্দি কয়েকটি এলাকায় বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রন্জন গুহ দিকনির্দেশনায় বন্যার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে তা চলমান থাকবে বলে জানায়।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাজ্জাক হোসেন রাজ এর আগে করোনা ভাইরাসে সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ও স্হানীয় এলাকার জনগনের পাশে থেকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। চলতি বছরে জেলা ও উপজেলার সবুজ পরিবেশ আন্দোলনের উদ্যোগে লক্ষাধিক বিভিন্ন জাতের ফলজ বনজ গাছের চারা রোপণ করেছেন তিনি।
বুধবার বিকেলে বন্যা কবলিত কয়েকটি এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে বন্যার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, দিয়াশলাই, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ টাবলেট বিতরণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply