বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহমেদঃ আর মাত্র একদিন পরেই উদযাপিত হবে ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এ ঈদে মুসলমানরা আল্লাহ তায়ালার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই দিয়ে কোরবানি করে থাকে।
কোরবানির পশুর জন্য প্রয়োজন হয় ধারালো, দা, ছুরি, চাকু, চাপ্পড়, হাসুয়া, কুড়াল, কানতাইসহ বিভিন্ন হাতিয়ার। এ সময়টাতে ব্যস্ততা বেড়ে যায় কামারদের। সারা বছরের ঘাটতি পুষিয়ে নেয়, কোরবানি কে মৌসুম করে।
কিন্ত এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। কামারদের অন্য বছরের মত নেই তেমন ব্যস্ততা। অনেকেই অবসর সময় কাটাতে দেখা গেছে। যেমন আশা করেছিলে ঈদের আগ মুহূর্তে নতুন দা বডি বিক্রি ও কাজ করে বছরের অন্য সময় বসে থাকা লোকসান পুষিয়ে নেবেন। কিন্ত করোনা পরিস্থিতির কারণে আর সেই আশা পূরণ হচ্ছেনা। কাজ না থাকায় অর্থ সংকটের মধ্যে পড়বেন কামার পরিবারগুলো এমনই কথা বলছেন তারা। সরজমিনে বেতাগী পৌরশহরের কামারের দোকানগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দীনেশ কর্মকার জানিয়েছে, গত বছরগুলোতে ১৫-২০ দিন আগে থেকে ছুরি-চাকু তৈরিতে ব্যস্ততা থাকতো। ঈদের দিন যত ঘনিয়ে আসতো ছুরি-চাকুসহ অন্যান্য হাতিয়ার তৈরির ভিড় জমত। এবার তেমন কাজ নাই।
মাখন, বিপুল ও অমৃত সাহা হতাশার স্বরে জানিয়েছে, কোরবানি ঘিরে বছরে একবার আমাদের কাজের চাপ হয়। পরিবারে বউ,ছেলে-মেয়ের চাহিদা আবদার পুরণে ক্ষণ ধরে রাখি কোরবানির মৌসুমে বাড়তি কাজ করে, এবারে তা গুড়েবালি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply