বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের ভাকুর্তা ইউনিয়ন এর চাইরা নলাগড়িয়া এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিশটিরও অধিক বসতবাড়িসহ অনেক ফসলি জমি। নদীগর্ভে বিলীন হওয়া মানুষজন আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে।
এলাকাবাসী জানায়, নলাগড়িয়া এলাকায় ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি ঘর। একদিকে বানের পানি অন্যদিকে করোনাভাইরাস সব মিলিয়ে হতাশায় ফেলেছে ওই এলাকার মানুষজন কে। এদিকে নদীগর্ভে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার অসহায় মানুষের খবর নিতে এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
আরও পড়ুনঃ সাভারে নিহত তিন যুবকের পরিবারকে নগদ আর্থিক সহায়তা
এসময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব নদীভাঙনের মানুষজনের সাথে কথা বলেন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানান। এছাড়া তিনি ভাঙ্গন রোধে ধলেশ্বরী নদীর পাড়ের বাঁধ মেরামত করার দ্রুত নির্দেশ দেন। এ বিষয়ে ঢাকা দুই আসনের স্থানীয় সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মুঠোফোনে জানান নদী ভাঙ্গন ঠেকাতে তিনি সকল পদক্ষেপ নিয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে সকল ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ জেএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পর্কে প্রকাশিত সংবাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য
নদী ভাঙ্গন পরিদর্শনের এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও আওয়ামী লীগ আব্দুল বাতেন সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে সাভারে বন্যার পানি কমে যাওয়ায় কিছুটা উন্নতি’ হয়েছে বিভিন্ন এলাকায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply