বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
১৫ আগস্ট ১৯৭৫, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন ৷ সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ৷ এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন ৷ এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
১৫ আগস্ট নিহত হন মুজিব পরিবারের সদস্যবৃন্দরা হলেন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল; পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি ৷ বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন নিহত হন ৷ দেশের বাইরে থাকায় বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা ৷ প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের, পালিত হয় জাতীয় শোক দিবস ৷
৫২ এর ভাষা আন্দলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক প্রতিবাদী মানব হিসাবে দেশে পরিচিতি লাভ করে । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মহানায়ক তিনি । তিনি নিজের স্বার্থের কথা না ভেবে যেই মানুষটি দেশের জন্য কাজ করে গেলেন বিনীময়ে কষ্ঠ ছাড়া কিছুই পাননি। একাধিক বার জেল খেটেছেন এবং বহু অত্যাচারিত হয়েছেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে । যেই মানুষটি দেশের জন্য এত কিছু করলেন হত্যাকারীরা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করে। ফলে দেশে নেমে শোকের কালো ছায়া। বাঙ্গালী জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হারালাম আমরা। আগস্ট মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় সাথে স্মরণ করছে দেশের মানুষ ।
অনলাইন নিউজ পোর্টাল “আজকের দিগন্ত ডট কম” ‘পরিবারের পক্ষ হতে জ়াতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধায় সাথে স্মরণ করা হচ্ছে । ১৫ আগস্ট ২০২০ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply