মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালীতে স্বল্প পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শোক দিবস পালন উপলক্ষ্যে পটুয়াখালীতে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে শনিবার সকালে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদ সদস্য মোঃ শাজাহান মিয়া, সংরক্ষিত মহিলা সাংসদ কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, জনপ্রতিনিধি, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ শিবনগর ইউনিয়ন পরিষদে দোয়া ও আলোচনা সভা
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ শাজাহান মিয়া, বিশেষ অতিথি ছিলেন মহিলা সাংসদ কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান প্রমুখ। সভায় আলোচকরা বঙ্গবন্ধুর বর্নময় সংগ্রামী জীবন সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিনটিকে নানা কর্মসূচীর মাধ্যমে স্মরন করছে। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারনে অনুষ্ঠানমালা থেকে শোক র্যালী বাদ দেয়া হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply