বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
ঈশ্বরদী (পাবনা) থেকে তুহিন হোসেনঃ উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহার এবং উন্নয়ন রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় । প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এসময় আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক জংসনের প্রধান নির্বাহী সম্পাদক ও দৈনিক ইনকিলাবের ঈশ্বরদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এসএম রাজা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, জিটিভির ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি ও দৈনিক বসুন্ধরা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুর রউফ জোয়ার্দার বিপুল, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক ও বাংলাদেশ পোস্ট এর ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকা ও চ্যানেল এস এর ঈশ্বরদী প্রতিনিধি এবং সাপ্তাহিক বিজয়দীপ্ত পত্রিকার বার্তা সম্পাদক এএ আজাদ হান্নান। এছাড়াও আনন্দ টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামী পলাশ, দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মজিবর রহমান খান ও সাপ্তাহিক ঈশ্বরদী স্টাফ রিপোর্টার মাসুদুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।
জনাব শিহাব রায়হান বলেন, দালালের মাধ্যমে বিদেশে গিয়ে দেশের কোন মানুষ যেন নাজেহাল না হয় এবং দেশের ভাব মূর্তিও ক্ষুন্ন না হয় সে জন্য সাংবাদিকদের দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এ ক্ষেত্রে তিনি সমাজের মানুষকে সচেতন করার জন্য সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। শিহাব রায়হান আরও বলেন, সরকার বিদেশ যেতে ইচ্ছুকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এক হাজার মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে পরিণত করে নিরাপদভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। তিনি দালালের মাধ্যম পরিহার করে প্রবাসী কল্যাণ মন্ত্রলায়ের মাধ্যমে বৈধভাবে যাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভুমিকা রাখার অনুরোধ করেন। প্রশিক্ষণ প্রাপ্ত জনবল বিদেশে পাঠাতে পারলে বিদেশী রেমিটেন্স বাড়বে এবং দেশের অর্থণীতির উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply