মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
রাজাপুর (ঝালকাঠি) থেকে সাইদুল ইসলামঃ ঝালকাঠির রাজাপুরে প্রতিবন্ধি এক যুবতী (২৫)কে জোর পূর্বক ধর্ষণ মামলার আসামী সুজন (২২) কে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন উপজেলার গালুয়া দূর্ঘাপুর এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সুজন পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল সুজন কৌশলে প্রতিবন্ধী যুবতীকে তার বাড়ির পাশের একটি বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে এ ঘটনায় স্থানীয়রা সালিশ মীমাংসায় বসে এবং বখাটে সুজনকে জুতাপিটা করে। এতে সুজন ক্ষিপ্ত হয়ে যুবতীর পরিবারের উপর হামলা চালায়। নিরুপায় হয়ে যুবতীর মা টুলু বেগম বাদী হয়ে ১০এপ্রিল রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা ধায়ের করেন। যাহার মামলা-০৮।
এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply