মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে মোঃ আব্দুস সোবহানঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক ৮ জুয়ারুকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের নির্দেশে ২৫ আগষ্ট (মঙ্গলবার) রাতে থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাসের জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়ারুকে আটক করে। এসময় জুয়া খেলার তাস এবং নগদ উদ্ধার করে।
আটককৃতরা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরসিংগা গ্রামের আজিজারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), দরবস্ত মিরুপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে রাজ্জাক (৪০), একই গ্রামের সোহরাব আলীর ছেলে জাকিরুল (৩০), শুকুর উদ্দিনের ছেলে শহিদুল (৪৫), এনতাজ আলীর মোকছেল (৫০), রহিম মিয়ার ছেলে মোশারফ (৩০), মনতাজ আলীর ছেলে আইতুল (৫০) ও ফরহাদের ছেলে আঃ রাজ্জাক (৪০)।
পরে ২৬ আগষ্ট (বুধবার) সকালে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নাজির হোসেনের প্রত্যেককের ১’শ টাকা করে জরিমানা আদায় করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply