বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে তা প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য তথ্য অফিস, বান্দরবান ব্যাপক সড়ক প্রচার-প্রচারণা চালিয়েছে।
বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন জানান, করোনা হতে রক্ষা পেতে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ে বাংলা ভাষা ছাড়াও মারমা অধ্যুষিত জনগোষ্ঠীর সহজে বুঝার জন্য মারমা ভাষায় ব্যাপক সড়ক প্রচার করা হয়েছে।
প্রচারণার অংশ হিসেবে গতকাল (২৬ আগস্ট) তারিখে থানচি উপজেলার তিন্দু টি এন্ড টি পাড়া, মুসলিম পাড়া, বাজার পাড়া, বাস স্টেশন, হাসপাতাল এলাকা, বাগান পাড়াসহ জনবহুল বিভিন্ন স্থানে বাংলা ছাড়াও মারমা ভাষায় ব্যাপক সড়ক প্রচার করা হয়।
এছাড়া জেলা তথ্য অফিস সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাসের সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধে করনীয় বিষয়ে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে করণীয় বিষয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে।
বান্দরবান জেলা তথ্য অফিস জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় করোনার লক্ষণ ও করণীয় বিষয়ে দুই দফায় ১৪টি সচেতনতামূলক ডিসপ্লে বিলবোর্ড স্থাপন করেছে। করোনাকালীন লকডাউন বাস্তবায়নের জন্য সরকারের নির্দেশনা মোতাবেগ প্রচার-প্রচারণা চালিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যবিধি মেনে বর্তমান সময়ে পর্যটন শিল্প ও এর সাথে সংশ্লিষ্ট পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ব্যাপক প্রচারণা করছে। এ প্রচারণা বর্তমানেও চলমান রয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এসব প্রচারণা করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক অনলাইন প্রচারণা চালাচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply