বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ শনিবার (২৯ই আগস্ট) আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাচ ধারণ, এক মিনিট নিরবতা পালনসহ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল্লাহ মুন্সি’র (যায়যায়দিন আশুলিয়া প্রতিনিধি) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও ট্রেজারার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আনোয়ার খসরু পারভেজ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক এবং বিশিষ্ট লেখক ও গবেষক আহম্মেদ শোভন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত ও এক মিনিট নিরবতা পালন এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে বিশেষ আলোচনা করা হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি মোসাঃ শেফালী খাতুন মিতু।
সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াদিগন্ত আশুলিয়া প্রতিনিধি এ এইচ মিলন এর সার্বিক সঞ্চালনায় এ শোক সভায় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তুহিন আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের ঢাকা জেলা প্রতিনিধি মোঃ অপু ওহাব, চ্যানেল আইয়ের ঢাকা জেলা প্রতিনিধি মোঃ জাকির হাসান, দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি এবং আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মোঃ মেহেদী হাসান মিঠু, দৈনিক দিনকাল প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, দৈনিক মুক্তখবর প্রতিনিধি এবং আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান লিটন, দৈনিক করতোয়া প্রতিনিধি মোঃ মঞ্জুর মোর্শেদ, দৈনিক দেশকাল আশুলিয়া প্রতিনিধি আবুল কাশেম, সিএনআই নিউজের প্রতিনিধি মোঃ মশিউর রহমান, নিউজ টেন টিভির বিশেষ প্রতিনিধি মুন্সী মেহেদী হাসান, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি বেবিমনি, দৈনিক দিন প্রতিদিন প্রতিনিধি বিনয় সরকার লিটন, সময়ের সংবাদ প্রতিনিধি আমিরুজ্জামান টুটুল, দৈনিক সকালের সময় প্রতিনিধি ইফতেখার আলম জাহাঙ্গীরসহ আশুলিয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply