মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আমিন বাজার এলাকা থেকে মনির হোসেন(৩৬) নামের এক সেলসম্যানের লাশ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জনৈক ইসাহাক মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন বরিশাল জেলার বিমান বন্দর থানার মৃত হারুনুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে নিজ ভাড়া ঘরের জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় একটি কোম্পানীর সেলসম্যান মনির হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই আব্দুস সবুর খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply