মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরের সড়ক মেরামতে চসিকের নয়টি ডিভিশনের মাধ্যমে টীম গঠন করা হয়েছে। এসব টীমের নজরদারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত সম্বলিত যেসব তথ্যচিত্র উঠে আসছে তার আলোকে সড়কের প্যাচওয়ার্ক কার্যক্রম চলছে।
আজ বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম সিটির প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন এর দপ্তর। প্রশাসক জানান যে, চট্টগ্রামের অধিকাংশ সড়ক ভারি বর্ষণ ও জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে। নগরীর বেশির ভাগ সড়কই খানাখন্দে ভরে গেছে। অনেক এলাকায় বৃষ্টির কারণে বড় বড় গর্ত হয়েছে । এতে নগরবাসীর চলাচল ও হাঁটা কষ্টকর হয়ে পড়েছে। সবচেয়ে শোচনীয় অবস্থায় আছে নগরের অভ্যন্তরীণ সড়ক-উপসড়কগুলো। এর সাথে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।
প্রশাসক জানান যে, বর্ষায় সিটি কর্পোরেশনের প্রায় ১৫০ কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নগরীর বেশির ভাগ প্রধান সড়কের পিচ ইট সুরকি উঠে গেছে। নগরীর সল্টগোলা ক্রসিং, বন্দর কাস্টমস, জাকির হোসেন রোড, দুই নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর, চকবাজার, কোতোয়ালি-ফিরিঙ্গি বাজার, আন্দরকিল্লা, অক্সিজেন, বিমানবন্দর সড়ক ও কাপ্তাই রাস্তার মাথাসহ বেশির ভাগ প্রধান সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে।
জনলাঘব কমাতে চসিকের ৯টি বিভাগের আওতায় বিভিন্ন এলাকায় প্যাচওয়ার্কের মাধ্যমে সংস্কার কাজও চলমান রয়েছে বলে জানান প্রশাসক। এছাড়া প্রশাসক খোরশেদ আলম সুজনের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকার সচেতন মহল নিজ দায়িত্বে ছবি ও তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি করপোরেশনকে অবগত করছেন। সেই অনুসারে প্রশাসকের গঠিত টীম দ্বারা তরিৎ ব্যবস্থা নেয়া হচ্ছে।
চসিকের পক্ষ থেকে আরো জানান হয় যে, নিয়মিত মেরামতের অংশ হিসেবে অস্থায়ীভাবে এসব সড়কে মেরামতের কাজ চলমান রয়েছে। ফকিরহাট, কালা মিয়া বাজার, বহদ্দারহাট ফ্লাইওভার, এফআইডিসি রোড, সল্টগোলা ক্রসিং, বন্দর কাস্টমস ও জাকির হোসেন রোডে সংস্কার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে স্থায়ীভাবে সংস্কার কাজ পরবতীতে শুরু করা হবে। চসিকের চলমান সড়কের প্যাচওয়ার্ক কাজ তরান্বিত করতে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য চসিক প্রশাসক নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply