মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে মাসুদ রানাঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ কর্মসূচী পালিত হয়।
পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকেছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা জাসদ সভাপতি প্রবীণ সংবাদিক নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কনক চন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়ারেছুর রহমান মন্টু, সদস্য রিয়াদ হোসেন, মুক্তিযোদ্ধা ডিপটি, বাদশা মিয়া ও আঃ মজিদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সুষ্ঠতদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply