শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় ইউনিয়নে জওহর চান্দা এলাকায় প্রায় এক হাজার বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ লাইনে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স এর নেতৃত্বে এ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেন।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম বলেন, কতিপয় প্রভাবশালী কিছু অসাধু ব্যক্তি এ অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছিলো। তিনি আরও বলেন, সামান্য কিছু লাভের জন্য এ অবৈধ গ্যাস সংযোগ নিয়ে নিজে এবং নিজের পরিবারকে বিপদের দিকে ঢেলে দিবেন না, যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিযানে নিম্নমানের পাইপও উদ্ধার করা হয়। নিম্নমানের এইসব পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার ফলে এ পাইপগুলো ফেটে গিয়ে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারত।
এসময় উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, সহ-প্রকৌশলী নাজমুল হাসান নয়নসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া অভিযানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক তারেক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply