মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনকারী, অপসাংবাদিকতা, চাঁদাবাজি পাতানো মামলা-হামলা ও হয়রানী প্রতিরোধে ৪টি সাংবাদিক সংগঠন একত্রিত হয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে ৪টি সংগঠনের নেতৃবৃন্দ /প্রতিনিধি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর হাতে স্বরাষ্টমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন। সংগঠনসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, কাঠালিয়া প্রেসক্লাব(বাদল) ও বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ ।
স্মারক লিপি গ্রহন করে জেলা প্রশাসক বলেন, “ নিজেদের মধ্যে বিবেদ সৃষ্টি না করে সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা উচিত।”
এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর জানান, “সাংবাদিক নির্যাতনকারী যে-ই হোক তাকে কোন রকম ছাড় দেয়া হবে না। যেখানেই সাংবাদিকদের নামে পাতানো, ষড়যন্ত্রমূলক মামলা-হামলার শিকার হবে সেখানেই বিএমএসএফ তাদের পাশে দাঁড়াবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। ঝালকাঠির কিছু রাক্ষুসে সাংবাদিক নিরীহ সাংবাদিকদের মামলা, হামলা ও অপবাদের কালিমা লেপনের অপচেষ্টা চালাচ্ছে। এ সকল রাঘব বোয়ালদের প্রশাসনের সহযোগীতায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”
বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদার জানান, “বিএমএসএফ পেশাদার সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে। আমরা স্বরাষ্টমন্ত্রী বরাবর ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেছি। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক গৃহীত কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply