বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, নগরবাসীর দূর্ভোগ লাঘবে প্রতিদিন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথাগুলো শুনে তার দ্রুত সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। চসিকের উন্নয়নের জন্য স্বচ্ছতা ও নৈতিকতাকে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে। চসিকের সাথে সাধারণ জনগণের সরাসরি সম্পর্ক গড়ে তোলার জন্যই এই গণস্বাক্ষাতকারের ব্যবস্থা করেছে চসিক।
মোহাম্মদ খোরশেদ আলম সুজন আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আন্দরকিল্লাস্থ চসিক পুরাতন নগরভবনে গণসাক্ষাতকার গ্রহণ কার্যক্রমের ২য় দিনে তিনি এ কথাগুলো বলেছেন। এসময় চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মুফিদুল আলমসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
প্রশাসক জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে নগরবাসীর চাওয়া-পাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোন কোন ক্ষেত্রে অনিয়ম, অস্বচ্ছতা ও গাফিলতি রয়েছে তা জানতে চান প্রশাসক। এ ছাড়াও কোন ক্ষেত্রে ব্যবস্থাপনাগত শৃংখলার অভাব রয়েছে কিনা সেগুলোকে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সেবাখাতগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে চসিকের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
প্রশাসক খোরশেদ আলম সুজন আজকের এই গণসাক্ষাতকারে ২৪ জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করেন। সাক্ষাতকালে যারা বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথাগুলো জানিয়েছেন সেগুলো তিনি আমলে নিয়েছেন বলে মন্তব্য করে। তিনি বলেন, আপনাদের অভাব অভিযোগুলো যাচাই-বাছাই এবং এর সত্যতা খতিয়ে দেখে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নগরবাসী অন্যান্য প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে আসলেও তা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন প্রশাসক।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply