বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে “বিসিক কর্মকর্তাদের মনিটরিং ইভালুয়েশন ও রিপোর্টিং “শীর্ষক ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
বিসিক কর্মকর্তাদের প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে কর্ম দক্ষতা বৃদ্ধির জন্য প্রিজম প্রকল্প নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। বিসিকের ২০৩০ সালের লক্ষ পূরণের অন্যতম অনুষঙ্গ হল কার্যকরভাবে প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন। বর্তমানে বিসিকে প্রকল্পের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় প্রকল্প পরিচালনা, পরিবীক্ষণ এবং মূল্যায়ন জ্ঞান সমৃদ্ধ দক্ষ কর্মকর্তার ঘাটতি থেকে যাচ্ছে। ফলে প্রকল্প সময়মত বা যথাযথভাবে বাস্তবায়ন হয়না। তাই বিসিকের বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যাতে তাদের দক্ষতা ও জ্ঞানবৃদ্ধি পায় এবং সময়মত প্রকল্প বাস্তবায়ন হয়। এ প্রশিক্ষণ কোর্সে প্রকল্প ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনাসহ পরিবীক্ষণ এবং মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় বিষয় অন্তর্ভূক্ত রয়েছে।
এ প্রশিক্ষণে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এর আগে আরো একটি ব্যাচে বিসিকের ২৫ কর্মকর্তাকে প্রকল্প পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম শিল্পমন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply