বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, সামাজিক ও শারীরিক দুরত্ব মানা নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতকরণসহ সরকারের নানামূখী পদক্ষেপ গ্রহনের কারনে চট্টগ্রামে করোনা পজিটিভ রোগী সংখ্যা কমছে। গত ২৪ ঘন্টায় (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছিল শতকরা ৯.১৬ ভাগ। চট্টগ্রাম সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যমতে করোনা পজিটিভের এ হিসাব পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি ও বেসরকারি ৮টি করোনা টেস্টিং ল্যাবে মোট ৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রোগীর সংখ্যা ৬৬ জন। মহানগরে ৬০ এবং উপজেলায় ৬ জন পজিটিভ রোগী সনাক্ত হয়। উপজেলার মধ্যে রাউজানে ৩ জন, হাটহাজারীতে ১ জন, সীতাকুন্ডে ১ জন এবং মিরশরাই-এ ১ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত (২৯ সেপ্টেম্বর) মোট ১৮ হাজার ৮০৫ জন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে মহানগরে ১৩ হাজার ৪৯১ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ হাজার ৩১৪ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত (২৯ সেপ্টেম্বর) মোট ২৯২ জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে মহানগরে ১৯৯ জন এবং বিভিন্ন উপজেলায় ৯৩ জন। বাধ্যতামূলক মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতকরণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply